সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি রইলো আন্তরিক সালাম ও শুভেচ্ছা। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে অনন্য গৌরবময় ইতিহাস। মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকার মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে মেধা বিকাশে উৎসাহ প্রদান করা হয়। সুদক্ষ ম্যানেজিং কমিটির নেতৃত্বে অভিজ্ঞ, মেধাবী ও খ্যাতিমান শিক্ষক মন্ডলীর মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মোঃ এশার আলী
প্রধান শিক্ষক
কালিঞ্চী এ, গফ্ফার মাধ্যমিক বিদ্যালয়
ভেটখালী, শ্যামনগর, সাতক্ষীরা।
